ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রামোস চান, মেসি বার্সায় থাকুক

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২০
রামোস চান, মেসি বার্সায় থাকুক সার্জিও রামোস ও লিওনেল মেসি

রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার সার্জিও রামোস চান, লিওনেল মেসি বার্সেলোলায় থাকুক। তবে তিনি মনে করেন, আর্জেন্টাইন তারকার তার ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে অধিকার আছে।

 

গত সপ্তাহে ক্যাম্প ন্যু’র সঙ্গে ২০ বছরের সম্পর্কের ইতি টানার ঘোষণা দেন মেসি। নতুন ঠিকানা ঠিক না হলেও তার বার্সা ত্যাগের জন্য এখন কেবল আনুষ্ঠানিকতা অপেক্ষা। তবে মেসির ক্যাম্প ন্যু ছাড়া এখন মোড় নিয়েছে অন্যদিকে। আর্জেন্টাইন তারকা জন্য ৭০০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ দাবি করছে কাতালানরা।  

গুঞ্জন ওঠেছে, মেসির পরবর্তী ঠিকানা হতে পারে ম্যানচেস্টার সিটি। আর্জেন্টাইন ফরোয়ার্ড ইংলিশ প্রিমিয়ার লিগে গেলে যে স্প্যানিশ লা লিগা জৌলুশহীন হয়ে পড়বে তা নিশ্চিত। যার জন্য বার্সার চির প্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়ালের অধিনায়ক রামোসও চান, মেসি বার্সায় থাকুক।  

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) নেশন্স লিগে জার্মানির বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে স্প্যানিশ ডিফেন্ডার বলেন, ‘বলতে চাই যে, স্পেনের ফুটবল এবং বার্সা এবং আমাদের সকলের জন্য চাওয়া সে (মেসি) থাকুক। ’

দীর্ঘদিন ধরে সান্তিয়াগো বার্নাব্যুতে আছেন রামোস। নিজের উদাহরণ টেনে এনে ৩৪ বছর বয়সী তারকা আরও বলেন, ‘আমি অনেক বছর ধরে রিয়াল মাদ্রিদে আছি এবং কখনও চিন্তা করি ক্লাব ছেড়ে যাওয়ার এবং আমি আত্মবিশ্বাসী যে, আমরা পারস্পরিকভাবে এক সুন্দর নিষ্পত্তিতে পৌঁছবো। এখন আমি ফোকাস দিচ্ছি কেবল মৌসুমকে সামনে রেখে নিজের প্রস্তুতির দিকে। ’ 

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।