ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

পিএফএ’র ৬ জনের সংক্ষিপ্ত তালিকায় ৪ তারকা লিভারপুলের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২০
পিএফএ’র ৬ জনের সংক্ষিপ্ত তালিকায় ৪ তারকা লিভারপুলের ফন ডাইক ও ডি ব্রুইন

প্রফেশনাল ফুটবলার অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা বা প্লেয়ার অব দ্য ইয়ারের জন্য মনোনীত ছয় জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। তার মধ্যে চারজন ২০১৯/২০ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলের।

 

গত বছর এই পুরস্কার জিতেছিলেন ভার্জিল ফন ডাইক। এবারও সংক্ষিপ্ত তালিকায় আছেন অ্যানফিল্ডের ডাচ ডিফেন্ডার। তালিকায় আছেন তার তিন অলরেড সতীর্থ জর্ডান হ্যান্ডারসন, সাদিও মানে এবং ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড। তালিকার স্থান পাওয়া বাকি দু’জন রানার্স-আপ ম্যানচেস্টার সিটির। কেভিন ডি ব্রুইন এবং রহিম স্টার্লিং।

লিভারপুলের ইংলিশ ডিফেন্ডার আলেক্সান্দার আর্নল্ড আছেন তরুণ খেলোয়াড়দের তালিকাতেও। এছাড়া পিএফএ নারী বর্ষসেরা ফুটবলারের জন্য মনোনীত সংক্ষিপ্ত তালিকার ক্যাটাগরিতে চারজন চেলসির। দু’জন আর্সেনালের।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।