ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

টানা দ্বিতীয় ম্যাচে জয় পায়নি জার্মানি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২০
টানা দ্বিতীয় ম্যাচে জয় পায়নি জার্মানি

উয়েফা ন্যাশনস লিগে টানা দ্বিতীয় ম্যাচেও জয় শূন্য জার্মানি। এবার সুইজারল্যান্ডের বিপক্ষে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেছে জোকিয়াম লো’র শিষ্যরা।

রোববার বাসেলের সেন্ট জ্যাকব পার্কে উয়েফা নেশন্স লিগে ‘এ’ লিগের ৪ নম্বর গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় জার্মানি-সুইজারল্যান্ড। জার্মানির হয়ে গোল করেন ইলকাই গুনদোগান। আর সিলভান উইডমার সুইসদের হয়ে একমাত্র গোলটি করেন।

এর আগে চলমান আসরের উদ্বোধনী দিনে ঘরের মাঠে স্পেনের বিপক্ষে ১-১ ড্রয়ে মাঠ ছেড়েছিল জার্মানি।

এ ম্যাচে ১৪তম মিনিটে এগিয়ে যায় জার্মানি। মাথিয়াস গিন্টারের কাটব্যাক নিচু শটে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার গুনদোগান গোলটি করেন। তবে দ্বিতীয়ার্ধে ধারার বিপরীতে ৫৭তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে সমতায় ফেরে সুইজারল্যান্ড। ব্রিল এম্বোলোর পাস ডি-বক্সে ডান দিকে ফাঁকায় পেয়ে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন বাসেলের রাইট-ব্যাক উইডমার।

এই গ্রুপে একটি জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন। ইউক্রেন ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ২ পয়েন্ট নিয়ে তৃতীয় জার্মানি। সুইজারল্যান্ড এক পয়েন্ট অর্জন করে চতুর্থস্থানে।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।