ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ৩০ জুলাই ২০২৪, ২৩ মহররম ১৪৪৬

ফুটবল

এবার করোনা আক্রান্ত এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২০
এবার করোনা আক্রান্ত এমবাপ্পে কিলিয়ান এমবাপ্পে

নেইমার-আনহেল দি মারিয়ার পর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) আরেক তারকা কিলিয়ান এমবাপ্পে। যার কারণে বুধবার (০৯ সেপ্টেম্বর) নেশন্স লিগের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে থাকছেন না ফরাসি ফরোয়ার্ড।

২১ বছর বয়সী তারকা করোনা আক্রান্ত হওয়া নিয়ে ফ্রান্স ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, ‘কিলিয়ান এমবাপ্পে ফ্রান্স বনাম ক্রোয়েশিয়া ম্যাচ খেলতে পারবেন না। সোমবার (০৭ সেপ্টেম্বর) সকালে তার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। অনুশীলন শেষে রিপোর্ট পেয়ে তিনি দল থেকে বিচ্ছিন্ন হয়েছেন এবং সন্ধ্যায় বাড়ি চলে গেছেন। ’ 

গত সপ্তাহে পিএসজির ৬ তারকা করোনা ভাইরাসে আক্রান্ত হন। এবার হলেন এমবাপ্পে। কোয়ারেন্টিনে থাকতে হওয়ায় ফ্রেঞ্চ লিগ ওয়ানের নতুন মৌসুমের শুরুর ম্যাচেও তার খেলতে পারা নিয়ে সন্দেহ আছে।  

রোববার (সেপ্টেম্বর) ২১ বছর বয়সী তারকার গোলে নেশন্স লিগে নিজেদের উদ্বোধনী ম্যাচে সুইডেনের বিপক্ষে জয় পায় ফ্রান্স।  

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।