ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

ডাচদের হারিয়ে ইতালির প্রথম জয়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২০
ডাচদের হারিয়ে ইতালির প্রথম জয় হেডে গোল করছেন বেরেল্লা

নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয় উয়েফা নেশন্স লিগের ‘এ’ গ্রুপে শীর্ষে ওঠেছে ইতালি। লিগে আজ্জুরিদের এটি প্রথম জয়।

 

প্রথমার্ধের যোগ করা প্রথম মিনিটে সিরো ইমোবিলের পাস থেকে হেডে ইতালিকে এগিয়ে দেন ইন্টার মিলান মিডফিল্ডার নিকোলো বেরেল্লা। ম্যাচের বাকি সময় চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি ডাচরা।  

মইস কিন সুযোগ পেয়েছিলেন চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ব্যবধানটা বাড়িয়ে দেওয়ার। কিন্তু সেই সুযোগ হাতছাড়া করেন এভারটন স্ট্রাইকার। অন্যদিকে মেমফিস ডিপে দারুণ এক অ্যাক্রাবেটিক শট নিয়েছিলেন ইতালির গোলমুখে। কিন্তু শেষ পযর্ন্ত নিজেদের ঘরে ডাচদের মাঠ ছাড়তে হয় পরাজয় নিয়ে।  

একই গ্রুপের আরেক ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনাকে ২-১ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় স্থান দখল করেছে পোল্যান্ড।  

বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।