ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

নতুন মাইলফলক গড়ায় রোনালদোকে পেলের অভিনন্দন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২০
নতুন মাইলফলক গড়ায় রোনালদোকে পেলের অভিনন্দন পেলে ও রোনালদো/ছবি: সংগৃহীত

পর্তুগালের জার্সিতে ১০০তম গোলের মাইলফলক পার করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এমন অসাধারণ অর্জনে নাম লেখানোয় প্রশংসার বন্যায় ভেসে যাচ্ছেন পর্তুগিজ উইঙ্গার।

এবার ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের কাছ থেকেও অভিনন্দন বার্তা পেলেন আধুনিক ফুটবলের অন্যতম সেরা এই ফুটবলার।

মঙ্গলবার রাতে উয়েফা ন্যাশনস কাপের ম্যাচে সুইডেনের বিপক্ষে ম্যাচের দুই অর্ধে দুই গোল করেছেন রোনালদো। পর্তুগালও ম্যাচটি ২-০ গোলেই জিতে নিয়েছে। দলের প্রথম গোলটি করেই শততম গোলের মাইলফলক ছুঁয়ে ফেলেন রোনালদো। এরপর দ্বিতীয় গোলটি করে নিজের আন্তর্জাতিক গোলসংখ্যা ১০১-এ নিয়ে যান তিনি।

আর মাত্র ৮ গোল করলেই আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়া ইরানি কিংবদন্তি আলী দাইয়িকে ছুঁয়ে ফেলবেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে ১০০ বা এর চেয়ে বেশি গোলের কীর্তিটা এতদিন শুধু আলী দাইয়ির একার দখলেই ছিল। ১৪৯ ম্যাচে তার গোলসংখ্যা ১০৯ গোল। আর ইউরোপীয় খেলোয়াড়দের মধ্যে রোনালদোই প্রথম এই কীর্তি গড়লেন।

রোনালদোর শততম গোলের মাইলফলক ছোঁয়ার মুহূর্ত বেশ উপভোগ করেছেন পেলে। জুভেন্টাস উইঙ্গার আবারও তার প্রত্যাশাকে ছাপিয়ে গেছেন বলেই জানালেন তিনি। ব্রাজিলের জার্সিতে ৭৭ গোল করা পেলে এক টুইটে লিখেছেন, ‘আমি ভেবেছিলাম আমরা ১০০তম গোল উদযাপন করব। কিন্তু এটা ছিল আসলে ১০১! নতুন উচ্চতায় পৌঁছানোয় তোমাকে অভিনন্দন ক্রিস্টিয়ানো রোনালদো। ’

কিছুদিন আগে সিরি আ’র শিরোপা জেতার পর রোনালদোকে নিয়ে পেলে বলেছিলেন, ‘সে (রোনালদো) আধুনিক অ্যাথেলেট, যে সবাইকে দেখিয়ে দিয়েছে যে, সাফল্য তাদের হাতেই ধরা দেয় যারা নিবেদিত এবং যারা নিজের কাজটাকে ভালোবাসে। ’

বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান তারকা এর আগে রোনালদোকে আধুনিক ফুটবলের সবচেয়ে ধারাবাহিক ফুটবলার হিসেবে অভিহিত করেছিলেন। গত মার্চে ‘পিলহাদো’ নামের একটি ইউটিউব চ্যানেলকে পেলে বলেন, ‘আমার মতে বর্তমান সময়ে সবচেয়ে ধারবাহিক খেলোয়াড় রোনালদো, যদিও আপনাকে মেসির কথা ভুলে গেলে চলবে না। ’

মেসি এবং রোনালদোর মধ্যে সেরা কে, এমন প্রশ্নের জবাবে ৭৯ বছর বয়সী পেলে বলেন, ‘আমাদের জিকো এবং রোনালদিনহোর কথা ভুলে গেলে চলবে না। অনেকে আবার ইউরোপিয়ান খেলোয়াড় যেমন ফ্রাঙ্ক বেকেনবাওয়ার এবং ইয়োহান ক্রুইফের কথাও বলে। তবে এটা আমার দোষ নয়, কিন্তু আমার মতে আমি তাদের সবার চেয়ে সেরা ছিলাম। পেলে একজনই, আর কেউ আমার মতো হবে না। ’

গোলসংখ্যার দিক থেকে রোনালদো অবশ্য পেলেকেও ছাড়িয়ে যাওয়ার পথেই আছেন। আন্তর্জাতিক গোলের হিসাবে অনেক এগিয়ে থাকা রোনালদো ক্যারিয়ার গোলের হিসাবেও কাছাকাছি পৌঁছে গেছেন। পেলের ক্যারিয়ার গোল ৭৬৭টি। অন্যদিকে রোনালদোর ক্যারিয়ার গোল এখন পর্যন্ত ৭৩৯টি।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২০
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।