ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

দলীয় অনুশীলনে ফিরলেন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২০
দলীয় অনুশীলনে ফিরলেন মেসি দলীয় অনুশীলনে ফিরেছেন মেসি/ছবি: সংগৃহীত

গত সপ্তাহে ট্রান্সফার ও চুক্তি নিয়ে নাটকীয়তার জেরে বার্সেলোনার অনুশীলনে যাননি মেসি। এরপর বহু জল গড়ানোর পর গত সোম ও মঙ্গলবার ক্যাম্প ন্যুয়ে ফিরলেও করোনা সংক্রমণ রোধে গৃহীত ব্যবস্থার অংশ হিসেবে একাই অনুশীলন করতে হয়েছে তাকে।

 

অবশেষে বুধবার (০৯ সেপ্টেম্বর) দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন বার্সা অধিনায়ক। নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে এটাই তার প্রথম দলীয় অনুশীলন।

শুধু তাই নয়, শারীরিক অবস্থা ঠিক থাকলে আগামী শনিবার প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে কিছুক্ষণ মাঠেও নামবেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তবে ক্লাবের কেউ তাকে নিয়ে অহেতুক ঝুঁকি নিতে চায় না বলেই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’।

মেসির সঙ্গে বুধবার দলীয় অনুশীলনে ফিরেছেন ফিলিপ্পে কৌতিনহো, সার্জিও বুসকেতস, ফ্র্যাঙ্কি ডি ইয়ং এবং আনসু ফাতিও। তবে একদিন আগেই ফ্রান্সের জার্সিতে মাঠে নামার কারণে এদিন অনুশীলনে ছিলেন না ক্লেমেন্ট লেংলে এবং আতোঁয়া গ্রিজম্যান।  

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।