ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

বাফুফে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিলেন বাদল রায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২০
বাফুফে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিলেন বাদল রায়

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল শনিবার (১২ সেপ্টেম্বর)। গুঞ্জন উঠেছিল সভাপতি পদে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন বাদল রায়।

শেষ পর্যন্ত তাই হলো। সভাপতি পদ নির্বাচন থেকে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন দেশসেরা সাবেক এই ফুটবলার।

শনিবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় ছিল বিকেল পাঁচটা পর্যন্ত। কিন্তু ছয়টার দিকে বাফুফে ভবনে এসে বাদল রায়ের পক্ষ থেকে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন তার স্ত্রী মাধুরী রায়।

পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘বাদল অসুস্থ। নির্বাচন করলে ওর শরীর আরও খারাপ হতে পারে। তাই পরিবার এবং আমার ছেলেমেয়ে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে মনোনয়নপত্র প্রত্যাহারের। ’

নির্ধারতি সময়ের পর মনোনয়ন পত্র প্রত্যাহার নিয়ে বাফুফের সাধারণ সম্পাদক সাংবাদিকদের বলেন, ‘নির্ধারিত সময়ে প্রত্যাহার না করলে ব্যালটে নাম থাকে প্রার্থীর। তবে বাদল রায়ের পক্ষ থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টা নাকি মাধুরী রায় ভবনে আসার আগেই জানানো হয়েছে। বিষয়টা নিয়ে আগামীকাল নির্বাচন কমিশন সিদ্ধান্ত দেবে। ’

বাদল রায় সরে দাঁড়ানোয় সভাপতি নির্বাচনে বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের এখন একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতীয় দলের সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিক।

বাংলাদেশ সময়:  ২৩৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২০
আরএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।