ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

রোনালদোর গোলে শুরু হলো ‘পিরলো-যুগ’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২০
রোনালদোর গোলে শুরু হলো ‘পিরলো-যুগ’ পিরলো ও রোনালদো/ছবি: সংগৃহীত

জুভেন্টাসের কোচ হিসেবে আন্দ্রে পিরলোর অভিষেক ম্যাচে প্রথম গোলটি এলো ক্রিস্টিয়ানো রোনালদোর পা থেকে।  

রোববার (১৩ সেপ্টেম্বর) প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক ম্যাচে নোভারাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে জুভেন্টাস।

নতুন কোচ পিরলোর অধীনে এটাই তুরিনের বুড়িদের প্রথম ম্যাচ। আর তাতে দলের প্রথম উদযাপনের উপলক্ষটা এনে দিলেন রোনালদো।

ম্যাচ শুরুর ২০ মিনিটের মাথায় দেজান কুলুসেভস্কির সঙ্গে ওয়ান-টু পাসের পর রোনালদোর বুলেট গতির নিচু শট প্রতিপক্ষের জালে আছড়ে পড়ে। পর্তুগিজ উইঙ্গারের এই দাপুটে পারফরম্যান্স নিশ্চিতভাবে মৌসুম শুরুর পরও চাইবেন ইতালিয়ান কিংদবন্তি পিরলো।

খেলার প্রথমার্ধ পর্যন্ত রোনালদোর গোলই পার্থক্য গড়ে দিয়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধের পর নোভারাকে রীতিমত গোলবন্যায় ভাসিয়েছেন অ্যারন র‍্যামসে, মার্কো জাকা এবং মানোলো পোর্তানোভা। এর মধ্যে ইতালিয়ান একাই মিডফিল্ডার পোর্তানোভা দ্বিতীয়ার্ধের যোগ করা সময়েই করেছেন জোড়া গোল।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।