ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফুটবল

বায়ার্ন থেকে আলাকান্তারাকে আনতে রাজি লিভারপুল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২০
বায়ার্ন থেকে আলাকান্তারাকে আনতে রাজি লিভারপুল থিয়াগো আলাকান্তারা

বায়ার্ন মিউনিখের স্প্যানিশ মিডফিল্ডার থিয়াগো আলাকান্তারার সঙ্গে ২৭ মিলিয়ন ইউরোতে চুক্তি করতে রাজি হয়েছে লিভারপুল। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই অ্যানফিল্ডে আসতে পারেন ২৯ বছর বয়সী তারকা।

 

খবরটি নিশ্চিত করেছে গোল ডটকম, গিভ মি স্পোর্টস ও দ্য অ্যাথলেটিকসহ বেশ কয়েকটি ক্রীড়া সংবাদমাধ্যম।  

বার্সেলোনা ছাড়ার পর ২০১৩ সাল থেকে অ্যালিয়েঞ্জ অ্যারেনায় আছেন আলাকান্তারা। গত মৌসুমে বায়ার্নকে ট্রেবল (চ্যাম্পিয়নস লিগ, বুন্দেসলিগা ও জার্মান কাপ) জেতানোর পথে মাঝমাঠে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।