ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফুটবল

শুক্রবারে টটেনহামে ফিরছেন গ্যারেথ বেল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২০
শুক্রবারে টটেনহামে ফিরছেন গ্যারেথ বেল গ্যারেথ বেল

রিয়াল মাদ্রিদ ছেড়ে ফের পুরনো ক্লাব টটেনহামে ফিরছেন গ্যারেথ বেল। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেবেন ওয়েলস উইঙ্গার।

 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।  

৩১ বছর বয়সী তারকা টটেনহামে যোগ দেবেন ধারে। যার মেয়াদ হতে পারে এক বছর। তবে বেলের পুরনো ঠিকানায় ফেরার ব্যাপারে এখনও স্পার্সদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে রিয়াল। ওয়েলস তারকার লন্ডন সফর নিয়ে দুই ক্লাবের আলোচনাও বেশ উন্নতির দিকে।  

২০০৭ সালে পেশাদারি ক্যারিয়ারের শুরুতে সাউদাম্পটনে নাম লেখান বেল। এরপর স্পার্সদের সঙ্গে ৬ বছরের সম্পর্কের ইতি টেনে ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ২০১৩ সালে সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দেন তিনি। তবে গত দুই মৌসুম ধরে কোচ জিনেদিন জিদানের স্কোয়াডে অপাঙক্তেয় হয়ে পড়েছেন বেল।  

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।