ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ফুটবল

করোনা আক্রান্ত ম্যানসিটি মিডফিল্ডার গুনদোগান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২০
করোনা আক্রান্ত ম্যানসিটি মিডফিল্ডার গুনদোগান

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ইলকায় গুনদোগান। তিনি বর্তমানে ১০ দিনের হোম আইসোলেশন সময় পার করছেন।

এমনটি নিশ্চিত করেছে সিটি কর্তৃপক্ষ।

কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার ফলে জার্মানি জাতীয় দলের এ তারকা ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানসিটির প্রথম ম্যাচে থাকতে পারছেন না। রোববার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাতে উলভসের মুখোমুখি হবে পেপ গার্দিওলার শিষ্যরা।

এর আগে সিটির উইঙ্গার রিয়াদ মাহরেজ ও ডিফেন্ডার আয়মেরিক লাপোর্তে করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে দুজনেই সুস্থ হয়ে দলের অনুশীলনে ফিরেছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।