ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ফুটবল

দাপুটে জয়ে ম্যানসিটির শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২০
দাপুটে জয়ে ম্যানসিটির শুরু

ইংলিশ প্রিমিয়ার লিগে দাপুটে জয়ে মৌসুম শুরু করেছে ম্যানচেস্টার সিটি। উলভসকে ৩-১ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।

দলের হয়ে একটি করে গোল করেন কেভিন ডে ব্রুইনে, ফিল ফোডেন ও গাব্রিয়েল জেসুস। উলভসের হয়ে একমাত্র গোলটি করেন রাউল হিমেনেস।

সোমবার প্রতিপক্ষের মাঠে আধিপত্য বিস্তার করে খেলে সিটি। আর ২০তম মিনিটেই ডে ব্রুইনের সফল স্পট-কিকে লিড পায় সফরকারীরা। ডি-বক্সে তাকে ফাউল করলে পেনাল্টির সুযোগ আদায় করে নেন এই বেলজিয়ান মিডফিল্ডার।

ম্যাচের ৩২তম মিনিটে দ্বিগুণ হয় ম্যানসিটির। রাহিম স্টার্লিংয়ের পাস থেকে ফাঁকা জালে বল পাঠান ইংলিশ মিডফিল্ডার ফোডেন।

বিরতির পর ৭৮তম মিনিটে ব্যবধান কমান হিমেনেস। সতীর্থের ক্রসে হেডে থেকে গোলটি করেন এই মেক্সিকান ফরোয়ার্ড। তবে যোগ করা সময়ে জেসুসের শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে কিছুটা দিক পাল্টে জালে জড়ালে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে গার্দিওলার শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।