ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ফুটবল

গ্রিনউড নৈপুণ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
গ্রিনউড নৈপুণ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের দাপুটে জয় সতীর্থদের সঙ্গে মাতার গোল উদযাপন

চ্যাম্পিয়নশিপের দল লুটন টাউনের বিপক্ষে দাপুটে জয়ে কারাবো কাপের চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বদলি হিসেবে নামা ম্যাসন গ্রিনউডের এক গোল ও এক অ্যাসিস্টে রেড ডেভিলরা জিতেছে ৩-০ ব্যবধানে।

 

৪৪তম মিনিটে হুয়ান মাতার পেনাল্টি থেকে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ওলে গানার সুলশারের দল। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য চেষ্টা চালাতে থাকে লুটন। টম লোকির শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দিয়ে ইউনাইটেডের জাল অক্ষত রাখেন রেড ডেভিলদের জার্সিতে অভিষেক ম্যাচ খেলতে নামা গোলরক্ষক ডিন হ্যান্ডারসন।  

এরপর ৮৮তম মিনিটে গ্রিনউডের পাস থেকে দলের দ্বিতীয় গোলটি করেন মার্কাস রাশফোর্ড। নির্ধারিত যোগ করা প্রথম মিনিটে লুটনের জালে শেষ বলটি জড়িয়ে দেন গ্রিনউড।  

পরের রাউন্ডে ইউনাইটেড প্রতিপক্ষ হিসেবে পেতে পারে প্রিমিয়ার লিগের দল ব্রাইটন বা চ্যাম্পিয়্নশিপের প্রিস্টনকে।  

বাংলাদেশ সময়: ০৪৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।