ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ফুটবল

করোনা আক্রান্ত জ্লাতান ইব্রাহিমোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
করোনা আক্রান্ত জ্লাতান ইব্রাহিমোভিচ জ্লাতান ইব্রাহিমোভিচ

ইতালিয়ান সিরি’আ লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচে দুর্দান্ত ফর্মে দেখা গেছে জ্লাতান ইব্রাহিমোভিচকে। সুইডিশ ফরোয়ার্ডের জোড়া গোলে ঘরের মাঠ সান সিরোতে বোলোনাকে ২-০ ব্যবধানে হারায় এসি মিলান।

 

কিন্তু শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইউরোপা লিগ বাছাইপর্বের ম্যাচে নরওয়েজিয়ান ক্লাব গ্লিমটের বিপক্ষে মাঠে নামার আগে রোজোনেরিদের শুনতে হচ্ছে দুঃসংবাদ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দলের প্রধান অস্ত্র ইব্রা।  

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ইতালিয়ান গণমাধ্যম, দ্য সান ও স্কাই স্পোর্টস ৩৮ বছর বয়সী ফরোয়ার্ডের কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবরটি নিশ্চিত করেছে।  

বুধবার (২৩ সেপ্টেম্বর) গ্লিমটের বিপক্ষে ম্যাচের আগে বাধ্যতামূলক করোনা পরীক্ষা দেয় মিলানের খেলোয়াড়েরা। রোজোনেরিরা জানায়, অসুস্থতা নিয়ে পরীক্ষা দেন ইব্রা। পরেরদিন পজিটিভ রিপোর্ট আসে সুইডিশ তারকার।  

কেবল ইব্রা নন, করোনা আক্রান্ত হয়েছেন সান সিরোর আরেক তারকা ব্রাজিলিয়ান সেন্টার-ব্যাক লিও দুয়ার্তে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বোলোনার বিপক্ষে ম্যাচের ৭২তম মিনিটের সময় বদলি হিসেবে মাঠে নামেন তিনি।

বর্তমানে স্বেচ্ছা-আইসোলেশনে আছেন ইব্রা-দুয়ার্তে।  

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।