ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ফুটবল

জোড়া গোলে জুভেন্টাসকে বাঁচালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
জোড়া গোলে জুভেন্টাসকে বাঁচালেন রোনালদো ম্যাচ শেষে পিরলোর সঙ্গে হাত মেলাচ্ছেন রোনালদো

গোল করে কোচ আন্দ্রে পিরলোর অভিষেক রাঙিয়ে দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন মৌসুমের প্রথম ম্যাচে জুভেন্টাসও পেয়েছিল দাপুটে জয়।

 

দ্বিতীয় ম্যাচে এসেও পর্তুগিজ উইঙ্গারের নৈপুণ্য দেখলো সিরি’আ লিগের দর্শক। কিন্তু রোনালদোর জোড়া গোলেও ঘরের মাঠ তুরিনে দ্বিতীয়ার্ধে ১০ জনের দল হয়ে পড়া জুভদের মাঠ ছাড়তে হয়েছে রোমার বিপক্ষে ২-২ ব্যবধানের ড্র নিয়ে।

অন্যদিকে সিআর সেভেনের চেয়ে দুঃখটা একটু বেশিই পাবেন জর্ডান ভেরেটাউট। জোড়া গোল করেও যে রোমান গ্লাডিয়েটরদের জেতাতে পারেননি ২৭ বছর বয়সী ফরাসি মিডফিল্ডার।  

৩১তম মিনিটে জর্ডানের গোলে এগিয়ে যায় রোমা। রোনালদো সেই গোল শোধ করেন ৪৪তম মিনিটে পেনাল্টি কিক থেকে। কিন্তু জুভরা বিরতিতে যায় ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে। প্রথমার্ধের যোগ করা প্রথম মিনিটে পেনাল্টি থেকে রোমাকে ফের এগিয়ে দেন জর্ডান।  

জুভেন্টাস সেই গোল শোধ করে ৬৯তম মিনিটে। দানিলোর পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। তার আগে অবশ্য ১০ জনের দল হয়ে পড়েছিল ইতালিয়ান চ্যাম্পিয়নরা। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আদ্রিয়েন র‌্যাবিয়ট।  

এই ড্রয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছে জুভেন্টাস। সমান ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে রোমা। শীর্ষে থাকা নাপোলির পয়েন্ট ৬।  

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।