ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ফুটবল

বাফুফে ভবনে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
বাফুফে ভবনে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ৭৪তম জন্মদিন উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) মতিঝিলস্থ বাফুফে ভবনের ‘মুজিব কর্ণার’ এ কেক কেটে এবং বৃক্ষরোপন এর মাধ্যমে জন্মদিন উদযাপন করা হয়। এসময় দোয়া ও মাহফিলেরও আয়োজন করা হয়।

উক্ত জন্মদিন উদযাপন ও বৃক্ষরোপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাহউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি জনাব আব্দুস সালাম মুর্শেদী-এমপি, সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ-এমপি এবং বাফুফে সাধারণ সম্পাদক জনাব মোঃ আবু নাইম সোহাগসহ বাফুফে কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকার বিভিন্ন ক্লাবসমূহের কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ, বাফুফের বর্তমান ও প্রাক্তন ফুটবল প্রশিক্ষকবৃন্দ, রেফারী, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বর্তমান ও প্রাক্তন খেলোয়াড়বৃন্দ, বাফুফে সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণসহ বিভিন্ন ক্রীড়ামোদি ব্যাক্তিবর্গ।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।