ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ফুটবল

ইতালিয়ান ক্লাব জেনোয়ার ১৪ সদস্য করোনা আক্রান্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২০
ইতালিয়ান ক্লাব জেনোয়ার ১৪ সদস্য করোনা আক্রান্ত জেনোয়া

সামনে তোরিনোর বিপক্ষে ম্যাচ। কিন্তু তার আগে বড় দুশ্চিন্তায় দিন পার করছে ইতালিয়ান ক্লাব ‍জেনোয়া।

মূল দলের খেলোয়াড় ও কর্মকর্তাসহ মোট ১৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে জেনোয়ার। সোমবার (২৮ সেপ্টেম্বর) এই ঘোষণা দেয় চলতি মৌসুমের সিরি’আ লিগে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে থাকা ক্লাবটি।

জেনোয়া এক বিবৃতিতে জানায়, সোমবারের করোনা পরীক্ষায় তাদের খেলোয়াড় ও কর্মকর্তাসহ মোট ১৪ জন কোভিড-১৯ পজিটিভ হয়েছেন।

ভবিষ্যতের কথা চিন্তা করে ইতোমধ্যে প্রটোকল অনুযায়ী সব ব্যবস্থা হাতে নিয়েছে ক্লাবটি।  
রোববার (২৭ সেপ্টেম্বর) সিরি’আ লিগে নাপোলির মাঠে ৬-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর জেনোয়ার সবাই করোনা পরীক্ষা দেয়। পরেরদিন ১৪ জনের রিপোর্ট পজিটিভ আসে।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২০
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।