ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

ফুটবল

করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে সাদিও মানে

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২০
করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে সাদিও মানে সাদিও মানে

করোনা আক্রান্ত হয়ে স্বেচ্ছা-আইসোলেশনে আছেন লিভারপুলের সেনেগালিজ ফরোয়ার্ড সাদিও মানে। খবরটি এলো অ্যানফিল্ডের নতুন তারকা থিয়াগো আলকান্তারা কোভিড-১৯ পজিটিভ হওয়ার ৩ দিন পর।

 

লিভারপুল জানিয়েছে, ২৮ বছর বয়সী তারকার মধ্যে ‘এই ভাইরাসের সামান্য উপসর্গ দেখা যাচ্ছে এবং তিনি সুস্থবোধ অনুভব করছেন’।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে ইয়ুর্গেন ক্লপের স্কোয়াডে ছিলেন মানে। তবে বৃহস্পতিবার (০১ অক্টোবর) দিবাগত রাতে গানারদের বিপক্ষে ইএফএলে টাইব্রেকারে হেরে যাওয়া ম্যাচে খেলেননি তিনি।  

প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে, থিয়াগো আলকান্তারার মতো কোভিড-১৯ প্রতিরোধে সাদিও মানের স্বেচ্ছা-আইসোলেশনের সময় লিভারপুল সব ধরনের প্রটোকল গ্রহণ করছে।  

চলতি মৌসুমে লিভারপুলের হয়ে ৩ গোল করেছেন মানে। আইসোলেশনে থাকায় তিনি প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে খেলতে পারবেন না। অলরেডদের এর পরের ১৭ অক্টোবর, এভারটনের বিপক্ষে মার্সিসাইড ডার্বি।  

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।