ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

ফুটবল

বাফুফে নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২০
বাফুফে নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন আহমেদ/ছবি: শোয়েব মিথুন

বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে।  

শনিবার (০৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও আড়াইটার পর শুরু হয়। চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এখন চলছে ভোট গণনা।

এদিকে নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, কোনো ধরনের ঝামেলা ছাড়াই বেশ শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, 'ভোটকেন্দ্রের পরিবেশ ভালো ছিল। সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। '

নির্বাচনে মোট ১৩৯ ভোটের মধ্যে ১৩৫টি ভোট পড়েছে। ভোট দেননি শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র, চট্টগ্রাম আবাহনী লিমিটেড ও ফরিদপুর জেলার কাউন্সিলর।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।