ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মাঠে না নেমেই জুভেন্টাসকে ৩ পয়েন্ট উপহার দিল নাপোলি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২০
মাঠে না নেমেই জুভেন্টাসকে ৩ পয়েন্ট উপহার দিল নাপোলি জুভেন্টাস

করোনা ভাইরাসের কারণে ম্যাচটা মাঠে গড়ানো নিয়ে শঙ্কা ছিল আগে থেকেই। শেষ পযর্ন্ত ভেস্তে গেলো সিরি’আ লিগের দুই জায়ান্ট জুভেন্টাস বনাম নাপোলির ম্যাচটি।

 

যার ফলে ক্ষতিটা হয়েছে জেনারো গাত্তুসোর দলের। না খেলেই জুভদের তিন পয়েন্ট উপহার দিল তারা। সিরি’আর লিগের নিয়ম অনুযায়ী আন্দ্রে পিরলোর শিষ্যদের বিপক্ষে ৩-০ গোলের হার মেনে নিতে হচ্ছে নাপোলিকে।  

গত চারদিন ধরে নাপোলির দু’জন খেলোয়াড় করোনা আক্রান্ত। কোভিড-১৯ নীতিমালা অনুসারে দলটিকে আইসোলেশনে পাঠায় স্থানীয় স্বাস্থ্য সংস্থা। সংকটপূর্ণ পরিস্থিতি বিবেচনা করে লিগ কর্তৃপক্ষকে ম্যাচটি স্থগিত রাখার আবেদনও জানায় নাপোলি। কিন্তু সেই সুবিধাটুকু পায়নি তারা। নিয়ম-কানুন দেখিয়ে নিজেদের সিদ্ধান্ত থেকে নড়েনি সিরি’আ কর্তৃপক্ষ।  

অন্যদিকে কোভিড-১৯ পজিটিভ আসে ‍তুরিনের দুই কর্মকর্তারও। আইসোলেশনে ছিল জুভেন্টাসের পুরো দলও। তবে বাকিদের নেগেটিভ রিপোর্ট আসায় ম্যাচ খেলতে বাধা ছিল ছিল না তাদের। ঘরের মাঠের ম্যাচটির জন্য আগেরদিন দলও ঘোষণা করে জুভরা।  

জুভেন্টাস স্টেডিয়ামে পৌঁছায় ম্যাচের এক ঘণ্টা আগে। কিন্তু মাঠে আসেনি নাপোলি।  

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।