ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

রোনালদো-রামোসের লড়াইয়ে জিতল না কেউ 

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২০
রোনালদো-রামোসের লড়াইয়ে জিতল না কেউ  স্পেন-পর্তুগালের ম্যাচের দৃশ্য

পর্তুগালের নেওয়া দু’টি শট ক্রসবারে না লাগলে ফলাফলটা অন্যরকমও হতে পারতো। কিন্তু স্পেনের বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোদের প্রীতি ম্যাচটি ড্র হয়েছে গোলশূন্য ব্যবধানে।

 

দ্বিতীয়ার্ধে জুভেন্টাস ফরোয়ার্ড রোনালদো এবং রেনেতো সানচেজের শটে বাধা হয়ে দাঁড়ায় স্পেনের গোলপোস্ট। তবে তার আগে প্রথমার্ধে পর্তুগিজদের ওপর ছড়ি ঘোরায় স্প্যানিশরা। কিন্তু লিডস ইউনাইটেডের রদ্রিগো-দানি ওলমোরা সুযোগ কাজে লাগাতে পারেননি।  

স্পোর্টিং লিসবনের ৫০ হাজার ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে ম্যাচটি খেলা হয় ২৫০০ হাজার দর্শকের সামনে।  

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।