ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

ফুটবল

রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্ন দেখেন পগবা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২০
রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্ন দেখেন পগবা পল পগবা

ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি মিডফিল্ডার পল পগবা জানিয়েছেন, তিনি স্বপ্ন দেখেন একদিন রিয়াল মাদ্রিদের হয়ে খেলবেন।  

গত কয়েক মৌসুম ধরে ওল্ড ট্রাফোর্ড ছেড়ে ২৭ বছর বয়সী তারকা সান্তিয়াগো বার্নাব্যুতে যাচ্ছেন, এমন গুঞ্জন শোনা গিয়েছিল।

পগবা ২০১৬ সালে ৮৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে জুভেন্টাস ছেড়ে ফের যোগ দেন ইউনাইটেডে।  

ইংলিশ জায়ান্টদের সঙ্গে বিশ্বকাপজয়ী তারকার চুক্তির মেয়াদ আছে চলতি মৌসুম পযর্ন্ত। ইউনাইটেড তার সঙ্গে সেই চুক্তি ২০২২ সাল পযর্ন্ত বাড়াতে পারে। তবে ফরাসি মিডফিল্ডার জানিয়েছেন, এই ব্যাপারে ক্লাবের সঙ্গে তার কোনো আলোচনা হয়নি।

ফ্রান্স জাতীয় দলের এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই ব্যাপারে কেউ কোনোকিছু আমাকে জানায়নি। আমার সঙ্গে ভাইস-চেয়ারম্যান (ইউনাইটেড) এড উডওয়ার্ডের কথা হয়নি। নতুন চুক্তি নিয়ে আমাদের কথা হয়নি। এই মুহূর্তে আমি ম্যানচেস্টারে আছি এবং আমি নিজের সেরা ফর্ম ফিরে পাওয়ার জন্য মনোযোগ দিচ্ছি। ’ 

রিয়াল মাদ্রিদে যাওয়ার প্রসঙ্গে জানতে চাওয়া হলে পগবা বলেন, ‘প্রত্যেক ফুটবলার রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে চায়। আমার জন্যও এটা স্বপ্ন। একদিন কেন নয়? আমি ম্যানচেস্টারে আছি এবং এই ক্লাবকে ভালবাসি। ’

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।