ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রানির জন্মদিনে সম্মাননা পেলেন ম্যানইউ ফরোয়ার্ড রাশফোর্ড

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
রানির জন্মদিনে সম্মাননা পেলেন ম্যানইউ ফরোয়ার্ড রাশফোর্ড মার্কাস রাশফোর্ড

রানির জন্মদিনে এমবিই (অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার) সম্মাননায় ভূষিত হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড।

করোনা ভাইরাস মহামারির সময় ইংল্যান্ডের গ্রীষ্মকালীন ছুটিতে সরকারের পক্ষ থেকে ১.৩ মিলিয়ন শিশুদের মধ্যে বিনামূল্যে স্কুল আহারের অনুমতি প্রদানের দাবিতে অংশ নিয়েছিলেন ২২ বছর বয়সী এই তারকা।

রাশফোর্ড ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসনকে এই পরিকল্পনা বাড়ানোর জন্যও জানিয়েছিলেন। এবার এমবিই সম্মাননা পাওয়াকে ‘সুন্দর মুহূর্ত’ বলে অভিব্যক্তি প্রকাশ করেন তিনি।

ইউনাইটেড ফরোয়ার্ড ছাড়াও গ্রেট নর্থ রান’র প্রতিষ্ঠাতা ব্রেন্ডন ফস্টার নাইটহুড উপাধিতে ভূষিত হয়েছেন। কমনওয়েলথ গেমসে ১০ হাজার মিটার চ্যাম্পিয়ন তারকা ১৯৮০ সালে ধারাভাষ্য হিসেবে ক্যারিয়ার শুরু করার আগে গ্রেট ব্রিটেনের হয়ে তিনবার অলিম্পিকে প্রতিযোগিতা করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।