ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

ফুটবল

চলে গেলেন ভারতের সাবেক ফুটবলার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
চলে গেলেন ভারতের সাবেক ফুটবলার চার্লটন চাপম্যান

হৃদরোগে আক্রান্ত হয়ে ৪৯ বছরে বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতের সাবেক ফুটবলার চার্লটন চাপম্যান। সোমবার (১২ অক্টোবর) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

 

এর আগে রোববার (১১ অক্টোবর) রাতে ব্যাক পেইন নিয়ে ব্যাঙ্গালুরুর এক হাসপাতালে ভর্তি হোন এই মিডফিল্ডার।

১৯৯৭-৯৮ মৌসুমে আই এম ভিজায়ন, জো পল এবং রমন ভিজায়নের মতো তারকাদের সঙ্গে এফসি কোচির হয়ে ১৯৯৭ সালে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন গোল্ডকাপ জেতেন চাপম্যান।

টাটা ফুটবল একাডেমিতে (টিএফএ) বেড়ে ওঠা এই তারকা ১৯৯৩ সালে যোগ দেন ইস্ট বেঙ্গলে। তিনি স্মরণীয় হয়ে আছেন এশিয়ান কাপ উইনার্স কাপে ইরাকের আল জাউরার বিপক্ষে কলকাতার ক্লাবটির হয়ে হ্যাটট্রিকের  জন্য।  

এছাড়া ভারত জাতীয় দলের হয়ে ১৯৯১ থেকে ২০০১ সাল পযর্ন্ত খেলেছেন চাপম্যান।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।