ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টাইন দলে নেই দিবালা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টাইন দলে নেই দিবালা

আর্জেন্টিনা দলের সঙ্গে বলিভিয়া যাওয়া হচ্ছে না পাওলো দিবালার। গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যার কারণে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে লিওনেল স্কালোনির পরিকল্পনায় নেই এই জুভেন্টাস তারকা।

এর আগে এই পেটের পীড়ার কারণেই কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জনে নিজেদের প্রথম ম্যাচেও থাকতে পারেননি দিবালা। যেখানে ইকুয়েডরের বিপক্ষে লিওনেল মেসির একমাত্র গোলে জয় পায় আলবিসেলেস্তারা।

আর্জেন্টিনা অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়, জাতীয় দলের সঙ্গে বলিভিয়া সফরে দিবালার যাওয়া হচ্ছে না। সে খেলার মতো পরিস্থিতিতে নেই।

আর্জেন্টিনা নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত দুইটায় বলিভিয়ার মাঠে খেলবে।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।