ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

এবার করোনায় আক্রান্ত রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
এবার করোনায় আক্রান্ত রোনালদো ক্রিস্টিয়ানো রোনালদো/ছবি: সংগৃহীত

একদিন পরেই সুইডেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। কিন্তু এর আগেই পর্তুগালের জন্য বড় ধরনের দুঃসংবাদ।

দলের প্রাণভোমরা ও অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো করোনা পজিটিভ হয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন।

করোনা পজিটিভ হওয়ায় আগামী ২ সপ্তাহ কোয়ারেন্টিনে থাকবেন রোনালদো। তবে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের বিবৃতিতে জানানো হয়েছে, জুভেন্টাস উইঙ্গার ভালো আছেন। তার শারীরিক কোনো অসুবিধা এবং কোনো উপসর্গও নেই।

রোনালদোর করোনা পজিটিভ হওয়ায় পর্তুগাল দলের বাকি সদস্যদেরও নতুন করে পরীক্ষা করানো হয়েছে। তবে সেই পরীক্ষায় নতুন আর কারো দেহে করোনা শনাক্ত হয়নি।

আগামী বুধবার রাতে উয়েফা ন্যাশনস লিগে সুইডেনের বিপক্ষে নামা হচ্ছে না রোনালদোর। এরইমধ্যে সেলফ-আইসোলেশনে চলে গেছেন তিনি।  

রোনালদোর অনুপস্থিতি অবশ্য পর্তুগালের জন্য খুব একটা সমস্যার কারণ হবে না। কারণ ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে এরইমধ্যে লিগ 'এ' থেকে গ্রুপ '৩' এর শীর্ষে আছে ফের্নান্দো সান্তোসের দল। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানের কারণে দুইয়ে ফ্রান্স। সুইডেন এখনও পয়েন্টের খাতাই খুলতে পারেনি।

এদিকে করোনা আক্রান্ত রোনালদো জাতীয় দল ছাড়াও জুভেন্টাসের জার্সিতেও দুটি ম্যাচ মিস করবেন। এই সপ্তাহান্তে ক্রোটোনের বিপক্ষে সিরি আ'র ম্যাচ এবং ২০ অক্টোবর ডায়নাভো কিয়েভের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচ খেলবে জুভেন্টাস।

কোনো সমস্যা দেখা না দিলে আগামী ২৮ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচেই দেখা যাবে রোনালদোকে।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।