ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

ফুটবল

ইতালি-নেদারল্যান্ডস ম্যাচে কেউ জেতেনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
ইতালি-নেদারল্যান্ডস ম্যাচে কেউ জেতেনি

শক্তি-সামর্থ্যে কোনো দলই পিছিয়ে নেই। খেলাও হলো দারুণ।

তবে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করতে হলো ইতালি-নেদারল্যান্ডসকে। উয়েফা নেশনস লিগে ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।  

ইতালির বের্গামোয় বুধবার রাতে লরেন্সো পেল্লেগ্রিনির গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন ডাচ ডনি ফন ডি বিক।

খেলার ১৬তম মিনিটেই পেল্লেগ্রিনি ইতালিকে লিড এনে দেন। নিকোলো বারেল্লার কোনাকুনি থ্রু বল থেকে নিখুঁত শটে গোল করে এই মিডফিল্ডার। তবে ২৫তম মিনিটে সমতায় ফেরে সফরকারীরা। ছয় গজ বক্সের মুখে জটলার মধ্যে বল পেয়ে জালে ঠেলে দেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ফন ডি বিক।

বিরতির পর এগিয়ে যেতে পারতো ডাচরা, তবে মেমফিস ডিপাইয়ের কোনাকুনি শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক জানলুইজি দোন্নারুমা। দুই মিনিট পর পাল্টা আক্রমণে প্রতিপক্ষের ভুলে ডি-বক্সের মুখে বল পেয়েছিলেন ইম্মোবিলে; কিন্তু একমাত্র বাধা সিলেসেন বরাবর শট মেরে বসেন লাৎসিওর ফরোয়ার্ড।

খেলার বাকি সময় দু’দল আরও চেষ্টা করলেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি। ফলে অমীমাংসিতভাবেই শেষ হয় ম্যাচটি।

ইতালি ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে তারা। আর ৫ পয়েন্ট নিয়ে তিনে নেমেছে গতবারের রানার্সআপ নেদারল্যান্ডস। তবে অন্য ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনাকে ৩-০ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে পোল্যান্ড। ২ পয়েন্ট নিয়ে তলানিতে বসনিয়ার।

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।