ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

দেশের ফুটবলের নতুন মৌসুম শুরু ১৯ ডিসেম্বর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
দেশের ফুটবলের নতুন মৌসুম শুরু ১৯ ডিসেম্বর

আগামী ১৯ ডিসেম্বর ফেডারেশন কাপ মাঠে গড়ানোর মধ্য দিয়ে শুরু হবে দেশের ফুটবলের নতুন মৌসুম। আর আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে দল-বদল, যা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

 

করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য ঢাকার কাছাকাছি ছয়টি ভেন্যু নির্ধারণ করা হয়েছে। মাঠ পর্যবেক্ষণ করে ভেন্যু চূড়ান্ত করা হবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে পেশাদার লিগ কমিটির প্রথম বৈঠকের পর এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। নতুন মৌসুমের জন্য চুক্তির ৩৫ শতাংশ পারিশ্রমিক পাবেন ফুটবলাররা, এমন সিদ্ধান্তও নেওয়া হয়। এই বৈঠকে ১৩ ক্লাবের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী সাংবাদিকদের বলেন 'ফুটবলাররা সভাপতির সঙ্গে আলোচনা করেছেন। আমরা বাস্তবসম্মতভাবে সবকিছু বিবেচনা করে প্রেক্ষাপট মাথায় রেখে পারিশ্রমিক ২৫ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করেছি। বাতিল লিগের যত বকেয়া ছিল তা পুরো দিয়ে নতুন মৌসুমে চুক্তির ৩৫ শতাংশ দিতে হবে ক্লাবদের। তারা সবাই এই প্রস্তাবে রাজি হয়েছে। ' 

তিনি আরও বলেন, '৪০ শতাংশ পারিশ্রমিক দিতে চেয়েছিলেন সভাপতি কাজী সালাউদ্দিন। লিগ কমিটির নেওয়া সিদ্ধান্ত সভাপতির পরামর্শের বিপক্ষে গেল কিনা এমন প্রশ্নের জবাবে আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘অন্তত ৩৫ শতাংশ চূড়ান্ত করেছি। ক্লাব চাইলে বেশিও দিতে পারে। '

প্রিমিয়ার লিগের ভেন্যু নিয়ে আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘খেলতে গেলে সবচেয়ে বেশি দরকার মাঠ। আমরা মনে করছি, করোনায় হতাহত কম। তবে সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে ওয়েস্টার্নে। সবকিছু বিবেচনায় রেখে আমরা আলোচনা করে গাজীপুর, কুমিল্লা, আর্মি স্টেডিয়াম, নরসিংদী, বিকেএসপি, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ঠিক করেছি। রাতে থাকতে হবে এমন কোনো ভেন্যুতে যাব না। '

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।