ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মুলার-লেভান্ডভস্কির জোড়া গোলে বায়ার্নের বড় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২০
মুলার-লেভান্ডভস্কির জোড়া গোলে বায়ার্নের বড় জয়

জার্মান বুন্দেসলিগায় আর্মিনিয়া বিলেফেল্ডকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। দলে হয়ে জোড়া গোল করেন টমাস মুলার ও রবার্ট লেভান্ডভস্কি।

যদিও শেষদিকে ১০ জনের দলে পরিণত হয় হ্যান্স ফ্লিকের শিষ্যরা। তবে বড় জয়ে কোনো সমস্যা হয়নি চ্যাম্পিয়নদের।

শনিবার প্রতিপক্ষের মাঠে অষ্টম মিনিটে মুলার লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দেন। পরে লেভান্ডভস্কি ২৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। লেয়ন গোরেটস্কার পাস নিয়ন্ত্রণে নিয়ে দেখে শুনে ডান পায়ের শটে জাল খুঁজে নেন পোলিশ ফরোয়ার্ড। আর্মিনিয়া গোলরক্ষক ঝাঁপিয়েও নাগাল পাননি বলের।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মুলারের পাস ধরে ডি-বক্সের একটু ওপর থেকে নিচু শটে গোল করেন পোলিশ স্ট্রাইকার লেভান্ডভস্কি।

বিরতির পর লেভান্ডভস্কির ক্রস থেকে স্কোরলাইন ৪-০ করেন মুলার। ৫৮তম মিনিটে জাপানের অ্যাটাকিং মিডফিল্ডার রিতসু দোয়ানের গোলে ব্যবধান কমায় আর্মিনিয়া।

৭৬তম মিনিটে ফাবিয়ান ক্লসকে পেছন থেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ফরাসি মিডফিল্ডার কোরোঁতাঁ তোলিসো।

লিগে চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বায়ার্ন। বরুশিয়া ডর্টমুন্ড সমান ৯ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে। ১০ পয়েন্ট শীর্ষে লাইপজিগ।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।