ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মধুপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গেচ্চুয়া একাদশ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
মধুপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গেচ্চুয়া একাদশ

মধুপুর(টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে দোখলা বাজার কমিটি ফুটবল টুর্নামেন্ট-২০২০ ফাইনালে গেচ্চুয়া একাদশ বানরিয়া একাদশকে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

চ্যাম্পিয়ন দলকে দেয়া হয়েছে ফ্রিজ।

রানার আপ বানরিয়াকে দেয়া হয়েছে এলইডি টিভি।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে মধুপুর বনের দোখলা পিকনিক স্পটের মাঠে এ টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলার প্রথমার্ধে বানরিয়া দুই গোল করে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্থে সমতা ফিরিয়ে আনে গেচ্চুয়া একাদশ। খেলার শেষ মিনিটে দলের অন্যতম খেলোয়াড় সঞ্চারের দেয়া গোলে চ্যাম্পিয়ান হয় দলটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু। সহকারি বন সংরক্ষক জামাল হোসেন তালুকদার, উপজেলা আ’লীগের সহসভাপতি ইয়াকুব আলী, শোলাকুড়ি ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন,  ফুলবাগচাল ইউপি  চেয়ারম্যান রেজাউল করিম বেনু ও অরণখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম ছিলেন বিশেষ অতিথি। গারো নেতা ও বাজার কমিটির সভাপতি উইলিয়াম দাজেল এতে সভাপতিত্ব করেন।  বাজার কমিটির সাধারণ সম্পাদক  আব্দুল মান্নান, ফরমান আলী,  রফিকুল ইসলাম, স্থানীয় শ্রমিক সংগঠনের নেতা আব্দুস সাত্তার মিয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অসংখ্য  দর্শক  নারী পুরুষ  ফাইনাল এ খেলা উপভোগ করেন।

করোনা মহামারি এ বৈশ্বিক সংকটে  তরুণদের বিপদগামী হতে দূরে রাখা, খেলাধুলার মাধ্যমে শারীরিকভাবে সুস্থ জাতি গঠনে আগ্রহী ও সামাজিক মূল্যবোধ তৈরির লক্ষ্যে বাজার কমিটি প্রথমবারের মতো এমন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। ২ অক্টোবর শুক্রবার এ  টুর্নামেন্টের উদ্বোধন হয়। এতে ১৬ টি দল অংশ নেয়।

ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন বানরিয়া দলের অধিনায়ক পিজার। খেলা শেষে সন্ধ্যায় অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার আপ দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।