ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

তারিক কাজীকে নিয়ে বাফুফের প্রাথমিক দল ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
তারিক কাজীকে নিয়ে বাফুফের প্রাথমিক দল ঘোষণা তারিক কাজী

আগামী নভেম্বরে নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আর এই ম্যাচকে সামনে রেখে ৩৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

 

মঙ্গলবার (২০ অক্টোবর) দল ঘোষণা করে বাফুফে। ৩৬ সদস্যের প্রাথমিক দলে চার জন নতুন ফুটবলার রয়েছেন। বসুন্ধরা কিংসের ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশি ফুটবলার তারিক কাজীসহ বাকি তিন নতুন ফুটবলার হলেন নাজমুল ইসলাম রাসেল (বাংলাদেশ পুলিশ), এম এস বাবলু (বাংলাদেশ পুলিশ) ও সুমন রেজা (উত্তর বারিধারা)।  

ফুটবলারদের আগামী ২৩ অক্টোবর জাতীয় দলের সহকারী কোচ মাসুম পারভেজের কাছে রিপোর্ট করার জন্য বলা হয়েছে। জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে-সহ দলের বাকি বিদেশি কোচিং স্টাফরা ২৮ অক্টোবর দলের সঙ্গে যোগ দেবেন।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ১৩ ও ১৭ নভেম্বর দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ও নেপাল।

৩৬ সদস্যের বাংলাদেশ প্রাথমিক দল

গোলরক্ষক: আশরাফুল রানা, শহিদুল আলম সোহেল, আনিসুর রহমান জিকো, পাপ্পু হোসেন।

ডিফেন্ডার: তপু বর্মন, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, টুটুল হোসেন বাদশা, রায়হান হাসান, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, মঞ্জুরুল ইসলাম মানিক।

মিডফিল্ডার: আতিকুর রহমান ফাহাদ, তারিক কাজী, রবিউল হাসান, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, মাসুম মিয়া জনি, মামুনুল ইসলাম মামুন, সোহেল রানা, আরিফুর রহমান, রিয়াদুল হাসান রাফি, জামাল ভূঁইয়া, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেইন, নাজমুল ইসলাম রাসেল।

স্ট্রাইকার: মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজ, সাদ উদ্দীন, নবীব নেওয়াজ জীবন, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ আব্দুল্লাহ, এম এস বাবলু, সুমন রেজা।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
আরএআর/ইউিব

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।