ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

'ফুটবলের অভিশাপ' নিয়ে পেলের গান!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
'ফুটবলের অভিশাপ' নিয়ে পেলের গান! পেলের গানের মিউজিক ভিডিওর একটি মুহূর্ত/ ছবি: সংগৃহীত

তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলার পেলে এবার গান রিলিজ করেছেন। তাও যেনতেন কারো সঙ্গে নয়।

তিনি জুটি বেঁধেছেন গ্র্যামিজয়ী মেক্সিকান দ্বৈত গিটারিস্ট রদ্রিগো ওয়াই গ্যাব্রিয়েলার (রদ্রিগো এবং গ্যাব্রিয়েলা) সঙ্গে।

আগামী ২৩ অক্টোবর ৮০ বছরে পা দিতে চলা এই ব্রাজিলিয়ান কিংবদন্তি গান রিলিজ করা নিয়ে বলেন, 'আমি অনেক বই লিখেছি, অনেক গোল করেছি, সন্তানের বাবা হয়েছি, অনেক গাছ লাগিয়েছি। আমার জীবনে অপূর্ণতা বলতে ছিল শুধু সংগীত। '

'আর্কেদিতা নো ভেইয়ো' (Listen to the old man) শিরোনামের গানটি ২০০৫ সালে ব্রাজিলিয়ান জ্যাজ মিউজিশিয়ান ও নির্দেশক রুসিয়া দুপ্রাতের সঙ্গে যৌথভাবে লিখেছিলেন পেলে। তবে এর শুরুটা আরও আগের। গানে কণ্ঠও দিয়েছেন পেলে।

গানটির ইতিহাস নিয়ে ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, 'আমি এটা লিখেছি কারণ যখন আমি সান্তোসের হয়ে খেলেছি, কোচ আমাকে প্রায়ই বলতেন যে, আমরা যখন হেরে যাই তখন খেলোয়াড়দের দোষ। কিন্তু যখন আমরা জিতি তখন এটা হয় মাকুম্বার (জাদু) সাহায্যে। গানটি এই বিষয়টাকে নিয়ে কৌতুক করেই লেখা হয়েছে। অবশ্যই মাকুম্বা ম্যাচ জেতায় না। '

মূলত, গানটিতে জাদুকে প্রতিপক্ষ হিসেবে দেখানো হয়েছে। এর ব্যাখ্যায় পেলে বলেন, 'প্রতিপক্ষ গোলরক্ষকের ওপর জাদু করো, গোলরক্ষক ঠিকমতো খেলতে পারবে না, সে সাংঘাতিক ভুল করে বসবে। '

গানের মিউজিক ভিডিওতে পেলের খেলোয়াড়ি জীবনের কিছু অপ্রকাশিত ফুটেজ ব্যবহার করা হয়েছে। এছাড়া ছাগল ও আফ্রিকান মুরগি নিয়েও কৌতুক করা হয়েছে গানটিতে। গানের এই অংশ বাংলায় অনুবাদ করলে দাঁড়ায়, 'ছাগলটা দেখেছো? এটার দাম ৭ হাজার ডলার। শুধু এই পরিমাণ অর্থ দাও, আমি চুক্তি করব। আফ্রিকান মুরগি দেখেছো? এটার দাম ৪ হাজার ডলার। তাই চিন্তা করো না, কারণ এই জাদু কখনো হার মানে না। '

এতদিন নিজের সংগীত প্রতিভা কেন লুকিয়ে রেখেছিলেন, এমন প্রশ্নের জবাবে পেলে বলেন, 'আমি চাইনি মানুষ কম্পোজার পেলে এবং ফুটবলার পেলের মধ্যে তুলনা করুক। এটা হতো অনেক বড় অবিচার। কারণ ফুটবলে আমার প্রতিভা ঈশ্বর প্রদত্ত আর সংগীত শুধুই মজার করার জন্য। '

মেক্সিকান জুটি রদ্রিগো এবং গ্যাব্রিয়েলা ২০১৯ সালে 'বেস্ট কনটেম্পোরারি ইন্সট্রুমেন্টাল অ্যালবাম' ক্যাটাগরিতে গ্র্যামি অ্যাওয়ার্ড পান।

পেলের গানটির মিউজিক ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।