ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

যুক্তরাষ্ট্রে জনপ্রিয়তায় রিয়ালকে হারিয়ে দিল বার্সা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২০
যুক্তরাষ্ট্রে জনপ্রিয়তায় রিয়ালকে হারিয়ে দিল বার্সা

২০২০/২১ মৌসুমের প্রথম এল ক্লাসিকোর আগে একটা জায়গায় চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিয়েছে বার্সেলোনা। মাঠের বাইরে এক ভিন্ন ধরনের লড়াইয়ে প্রমাণিত হয়েছে, যুক্তরাষ্ট্রে লস ব্লাঙ্কোসদের চেয়ে জনপ্রিয় কাতালানরা।

 

এমনটাই জানিয়েছে, স্প্যানিশ ক্রীড়া মাধ্যম মার্কা।  

যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে (এমএলএস) বর্তমানে চমৎকার প্রতিদ্বন্দ্বীতা রয়েছে। তবে তা সত্বেও ইউরোপিয়ান ফুটবল আরও বেশি জনপ্রিয় হচ্ছে দেশটিতে।  

এক গবেষণায় দেখা গেছে, ২০১৬ সালে  গিল্ট এজ সকার মার্কেটিং জানায়, যুক্তরাষ্ট্রে ইউরোপিয়ান ফুটবল ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ।  

চার বছর পর, একই জরিপে ওঠে আসে দেশটিতে জনপ্রিয়তার শীর্ষে কাতালানরা। মূলত ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, বুন্দেসলিগা থেকে এই নির্বাচন করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) মৌসুমের প্রথম ক্লাসিকো ক্যাম্প ন্যু সফরে যাবে রিয়াল।  

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।