ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ইনজুরি সেরে দলে ফিরলেন হ্যাজার্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২০
ইনজুরি সেরে দলে ফিরলেন হ্যাজার্ড

চ্যাম্পিয়নস লিগে বুরুশিয়া মনশেনগ্ল্যাডবাখের বিপক্ষে ম্যাচের জন্য ইতোমধ্যে দল ঘোষণা করেছে রিয়াল মাদ্রিদ। আর এই জার্মানি সফরে দলে ইনজুরি সেরে ফিরেছেন এডেন হ্যাজার্ড।

ইনজুরির কারণে চলমান মৌসুমে গ্যালাকটিকোদের হয়ে এখন পর্যন্ত খেলা হয়নি বেলজিয়ান তারকার। আসলে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই চোটে ভুগছেন এই তারকা মিডফিল্ডার। গোড়ালির সমস্যার কারণে ২০১৯-২০ মৌসুমে জিদানের অধীনে মাত্র ২২ ম্যাচ খেলেছেন হ্যাজার্ড।

এদিকে হ্যাজার্ড ফিরলেও রাইটব্যাক দানি কারবাহাল, আলভারো ওদ্রিওসোলা ও নাচো ছিটকে গেছেন। এছাড়া ইনজুরির কারণে মার্টিন ওর্ডেগার্ড ও মারিয়ানোও থাকছেন না।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ২টায় মনশেনগ্ল্যাডবাখের মুখোমুখি হবে রিয়াল।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।