ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

'ফিটনেসে বাকিদের চেয়ে এগিয়ে বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা'

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
'ফিটনেসে বাকিদের চেয়ে এগিয়ে বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা' মামুনুল ইসলাম/ছবি: সংগৃহীত

করোনা মহামারির দীর্ঘ বিরতির পর অবশেষে মাঠে ফিরছে দেশের ফুটবল। সামনেই নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

এই দুই ম্যাচকে সামনে রেখে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন জাতীয় দলের ফুটবলাররা।  

তবে জাতীয় দলের অনুশীলন শুরুর আগে দলীয় অনুশীলন করেছেন দেশের শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা। ফলে জাতীয় দলের যারা প্রিমিয়ার লিগের নতুন জায়ান্টদের হয়ে খেলেন তারা ফিটনেস লেভেলে বাকিদের চেয়ে এগিয়ে। এমনটাই মনে করেন জাতীয় দলের অভিজ্ঞ মিডফিল্ডার মামুনুল ইসলাম।

জাতীয় দলের সতীর্থদের সঙ্গে অনুশীলন শেষে মামুনুল ইসলাম বলেন, 'আমার মতে, বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা প্রায় ৯৯ ভাগ ফিট আছে। আমরা যারা দলীয় অনুশীলন করিনি অর্থাৎ ব্যক্তিগতভাবে অনুশীলন করেছি তাদের কেউ কেউ ৬০ কিংবা ৭০ শতাংশ ফিট আছি। এখনও আমাদের হাতে সপ্তাহ দুয়েক সময় আছে। এই কয়েকদিনে আমাদের ফিটনেস শতভাগে নিয়ে আসতে হবে। '

বাংলাদেশ দলে এখন তারুণ্যের ছড়াছড়ি। বিশেষ করে মিডফিল্ডে জামাল ভুঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ ইব্রাহীম, রবিউল ইসলামদের ভিড়ে মামুনুলের জায়গা পাওয়া বেশ কঠিন। তবে এই তরুণদের সঙ্গেই লড়াই করে একাদশে জায়গা করে নেওয়ার চ্যালেঞ্জ নিচ্ছেন ৩১ বছর বয়সী আবাহনীর মিডফিল্ডার।  

নিজের ফিটনেস লেভেল নিয়ে মামুনুল বলেন, 'দীর্ঘদিন আমরা মাঠের বাইরে থাকায় ফিটনেসে কিছু ঘাটতি আছে। ব্যক্তিগতভাবে অনুশীলন করেছি ঠিকই কিন্তু কোনো লক্ষ্য নিয়ে করা হয়নি। এই ঘাটতি পূরণের জন গত কয়েকদিন ধরে কাজ করছি। শুধু আমি কেন, দলের বাকিরাও চেষ্টা করছে শতভাগ দেওয়ার। সেশন ধরে ধরে কাজ করছি আমরা। '

জাতীয় দলের ৩৬ জনের প্রাথমিক দলে ডাক পাওয়া মামুনুল গত শনিবার থেকে শুরু হওয়া অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন। দলে সুযোগ পাওয়া নিয়ে তরুণদের সঙ্গে লড়াইকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি, 'বর্তমান দলে আমি ছাড়া বাকি সবাই তরুণ। আমার চেষ্টা থাকবে তাদের সঙ্গে তাল মিলিয়ে চলার। তাদের মতো মতো লক্ষ্য নিয়ে ভালো করার চেষ্টা করব। আমি আমার জায়গা থেকে দৌড়াচ্ছি। তরুণদের সঙ্গে লড়াই করেই আমাকে তাদের জায়গায় আসতে হবে। আমি এই চ্যালেঞ্জ খুব উপভোগ করছি। '

আগামী ১৩ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ। এদিকে আগেই দলের অনুশীলন শুরু হলেও বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকায় ফিরেছেন জাতীয় দলের কোচ জেমি ডে ও অধিনায়ক জামাল ভুঁইয়া। কোয়ারেন্টিন শেষে তারাও দলের সঙ্গে যোগ দেবেন।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।