ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

গ্রেফতারের পর বান্ধবীকে লাঞ্ছনার অভিযোগ অস্বীকার করলেন গিগস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২০
গ্রেফতারের পর বান্ধবীকে লাঞ্ছনার অভিযোগ অস্বীকার করলেন গিগস

বান্ধবীকে লাঞ্ছনার অভিযোগে গ্রেফতার হয়েছেন রায়ান গিগস। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন এক সময়ের ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার ও বর্তমানে ওয়েলস জাতীয় দলের কোচ।

এর আগে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, বান্ধবীকে পিটিয়ে গ্রেফতার হয়েছেন গিগস।

এ বিষয়ে গিগসের প্রতিনিধি বিবিসিকে জানায়, তার ওপর থাকা অভিযোগ গিগস অস্বীকার করেছেন এবং তিনি পুলিশকে সহযোগিতা করছেন।

মঙ্গলবার অবশ্য ওয়েলসের আগামী আন্তর্জাতিক ম্যাচগুলোর জন্য কেমন স্কোয়াড ঠিক হবে তা নিয়ে সংবাদ সম্মেলন করার কথা ছিল গিগসের। তবে এমন পরিস্থিতিতে সংবাদ সম্মেলনটি বাতিল করেছে ফুটবল অ্যাসোসিয়েশন অব ওয়েলস।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।