ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

নেইমার-ইকার্দির পর ছিটকে গেলেন এমবাপ্পেও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২০
নেইমার-ইকার্দির পর ছিটকে গেলেন এমবাপ্পেও

ইনজুরিতে এবার নেইমার ও মাউরো ইকার্দির কাতারে যোগ দিলেন কিলিয়ান এমবপ্পে। আরবি লাইপজিগের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে প্যারিস সেন্ট জার্মেই পাচ্ছে না এই বিশ্বকাপজয়ীকে।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে কোচ টমাস টুখেল জানান, ২১ বছর বয়সী এমবাপ্পে মাংশপেশির চোটে ভুগছেন।

এক অফিসিয়াল বিবৃতিতে পিএসজি জানায়, লিগে নঁতের বিপক্ষে ম্যাচে ডানপায়ের চোটে পড়েন এমবাপ্পে। ফলে দলের সঙ্গে তার জার্মানিতে যাওয়া হচ্ছে না। তাকে অন্তত ৪৮ ঘণ্টা বিশ্রামে থাকতে হবে।

এর আগে ইনজুরি কারণে পিএসজির সেরা তারকা নেইমারও মাঠের বাইরে চলে যান। এছাড়া ইকার্দির সার্ভিসও পাবে না লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।

চ্যাম্পিয়নস লিগে বুধবার বাংলাদেশ সময় রাত ২টায় লাইপজিগের মুখোমুখি হবে পিএসজি।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।