ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

দি মারিয়ার জোড়া গোলে জিতল পিএসজি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২০
দি মারিয়ার জোড়া গোলে জিতল পিএসজি

আনহেল দি মারিয়ার জোড়া গোলে ফরাসি লিগ ওয়ানে রেনকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে পিএসজি। দলের হয়ে অন্য গোলটি করেন মোইজে কিন।

ইনজুরির কারণে নেইমার ও কিলিয়ান এমবাপ্পে এই ম্যাচেও ছিলেন না। তবে তাদের অভাব বুঝতে দেননি আর্জেন্টাইন তারকা দি মারিয়া।

ম্যাচের ১১তম মিনিটে দলকে এগিয়ে নেন কিন। দি মারিয়া থেকে বল পেয়ে যান তরুণ এই ইতালিয়ান ফরোয়ার্ড। ডি-বক্সের বাইরে থেকে তার ডান পায়ের জোরালো শটে বল জালে জড়ায়।

২১তম মিনিটে জালের দেখা পান দি মারিয়া। আন্দের এররেরার থ্রু বল ধরে ডি-বক্সে ঢুকে দারুণ চিপ শটে আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে ঠিকানা খুঁজে নেন তিনি। পরে দ্বিতীয়ার্ধে ৭৩তম মিনিটে ভাগ্যের ছোঁয়ায় ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। ডি-বক্সের বাইরে থেকে দি মারিয়ার জোরালো শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে জালে জড়ায়।

লিগে প্রথম দুই ম্যাচ হারের পর এই নিয়ে টানা আট ম্যাচে জয় পেল পিএসজি। ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিল। দ্বিতীয় হারের স্বাদ পাওয়া রেন ১৮ পয়েন্ট নিয়ে তিনে আছে।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।