ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ঘরের মাঠেই বিধ্বস্ত আর্সেনাল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২০
ঘরের মাঠেই বিধ্বস্ত আর্সেনাল বল সেভ করার চেষ্টা করছেন আর্সেনাল গোলরক্ষক লেনো

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন জয়ের সুখস্মৃতি নিয়ে মাঠে নেমেছিল আর্সেনাল। তার মধ্যে ছিল ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারানোর আনন্দ।

 

কিন্তু সেই সুখস্মৃতি দুঃখে পর্যবসিত হতে বেশি সময় লাগলো না গানারদের। নিজেদের মাঠ এমিরেটস উড়তে থাকা অ্যাস্টন ভিলার বিপক্ষে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে মাইকেল আর্তেতার শিষ্যরা।  

২৫তম মিনিটে বুকায়ো সাকার আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে আর্সেনাল। এরপর চেষ্টা করেও আর সমতায় ফিরতে পারেনি তারা। উল্টো দ্বিতীয়ার্ধে আরও দুই গোল হজম করে বসে আর্তেতার দল। ৭২ ও ৭৫ মিনিটে জোড়া গোল করে বসেন ভিলার ইংলিশ ফরোয়ার্ড ওলি ওয়াটকিন্স।  

এই হারে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার ১১তম স্থানে আছে আর্সেনাল। ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ওঠে এসেছে অ্যাস্টন ভিলা।  

বাংলাদেশ সময়: ০৯৩৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।