ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

নেইমারকে দেওয়া 'বাড়তি বেতন' ফেরত চায় বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
নেইমারকে দেওয়া 'বাড়তি বেতন' ফেরত চায় বার্সা নেইমার যখন বার্সায় ছিলেন/ছবি: সংগৃহীত

ফের একবার নেইমারের সঙ্গে আইনি লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছে বার্সেলোনা। এবারের কারণটা রীতিমত বিস্ময়কর।

কারণ কাতালান জায়ান্টদের দাবি, হিসাবের ভুলে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে বেশি বেতন দেওয়া হয়েছিল!

হিসাবের ভুলে নেইমারকে নাকি প্রায় ১০ মিলিয়ন ইউরো বেশি বেতন দিয়েছে বার্সা। ২০১৫ সালের আর্থিক নথি পর্যালোচনা করে এই তথ্য পাওয়া গেছে, যা এখন নেইমারের কাছে ফেরত চাওয়া হবে। স্প্যানিশ সংবাদমাধ্যম 'এল মুন্দো'-এর এক রিপোর্ট অনুযায়ী, স্পেনের একটি ট্যাক্স এজেন্সি এই তথ্য খুঁজে বের করেছে।  

এদিকে আরেক স্প্যানিশ সংবাদমাধ্যম 'মার্কা' জানিয়েছে, এরইমধ্যে 'বাড়তি বেতন'-এর অর্থ ফেরত পেতে মামলা করেছে বার্সা। যদিও ট্যাক্স এজেন্সিটি জানিয়ে দিয়েছে, যদি পরিস্থিতি সামাল না দেওয়া যায় তাহলে ওই বাড়তি বেতন অর্থাৎ ১০ মিলিয়ন ইউরো ক্লাবের পক্ষ থেকে নেইমারকে 'দান' করা হয়েছে বলে ধরা হবে।

স্পেনের ট্রেজারি বিভাগের কাছে বিপুল পরিমাণ অর্থ দেনা আছে নেইমারের। গত সেপ্টেম্বরে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, পিএসজি ফরোয়ার্ডের দেনার পরিমাণ প্রায় ৩৪.৬ মিলিয়ন ইউরো।  

এর আগে স্পেন ছেড়ে পিএসজিতে যাওয়ার পর নেইমারের বিরুদ্ধে চুক্তিভঙ্গের মামলা করে বার্সা। জবাবে বকেয়া বোনাসের ৩.৫ মিলিয়ন ইউরো না দেওয়ায় ক্লাবটির বিপক্ষে উল্টো মামলা করেন নেইমার। তবে সেই মামলা খারিজ করে দেয় আদালত। উল্টো ৬৭ লাখ ইউরো সাবেক ক্লাবকে ফিরিয়ে দিতে তাকে আদেশ দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।