ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

ফুটবল

উরুগুয়ের বিপক্ষেও নেইমারকে পাচ্ছে না ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২০
উরুগুয়ের বিপক্ষেও নেইমারকে পাচ্ছে না ব্রাজিল নেইমার জুনিয়র/ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে পাওয়া চোট থেকে কিছুতেই মুক্তি মিলছে না নেইমার জুনিয়রের। ভেনেজুয়েলা ম্যাচ থেকে আগেই ছিটকে গিয়েছিলেন।

এবার উরুগুয়ে ম্যাচেও খেলা হচ্ছে না ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।  

কাতার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে শনিবার (১৪ নভেম্বর) মন্টেভিডিও-তে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ভেনিজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচে নেইমারের না খেলতে পারা আগেই নিশ্চিত ছিল। এবার পরের ম্যাচের দল থেকেও তার ছিটকে যাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে ব্রাজিলের সকার কনফেডারশন।

নেইমারের এভাবে ছিটকে যাওয়া ব্রাজিল দল এবং সমর্থকদের জন্য বড় ধাক্কা হয়ে এলো। কারণ প্রথম ম্যাচে না হলেও অন্তত দ্বিতীয় ম্যাচে তাকে পাওয়ার আশা করা হচ্ছিল। এজন্যই ইনজুরি সত্ত্বেও তাকে দলে রাখা হয়েছিল। এ ব্যাপারে ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার বলেন, 'আমরা আশায় ছিলাম সে খেলতে পারবে। এজন্যই তাকে দলে রাখা হয়েছিল। কিন্তু তার যথেষ্ট উন্নতি হয়নি। তাই তাকে ছাড়াই উরুগুয়ের বিপক্ষে দল সাজাতে হবে। '

তবে নেইমারকে এখনও দলের সঙ্গেই রাখা হবে নাকি প্যারিসে পাঠানো হবে তা এখনও নিশ্চিত করা হয়নি।  

এর আগে পিএসজির কোচ টমাস টুখেলও ইনজুরি আক্রান্ত নেইমারের জাতীয় দলের হয়ে খেলা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। কিন্তু ব্রাজিল কোচ তিতে চাইছিলেন নেইমারকে দলের সঙ্গে রাখতে।  

ব্রাজিল দলে নেইমার ছাড়াও আরও কয়েকজনের ইনজুরির সমস্যা রয়েছে। যে কারণে দুই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের ৫ খেলোয়াড়কে ছাড়াই দল সাজাতে হয়েছে। এর মধ্যে চোটের কারণে ছিটকে গেছেন দুই মিডফিল্ডার ফিলিপ্পে কৌতিনহো ও ফ্যাবিনহো এবং ডিফেন্ডার রদ্রিগো কাইয়ো। আর করোনা পজিটিভ হওয়ায় কোয়ারেন্টিনে চলে গেছেন ডিফেন্ডার এদের মিলিতাও এবং গ্যাব্রিয়েল মেনিনো।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।