ঢাকা, রবিবার, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ জুন ২০২৪, ২৪ জিলকদ ১৪৪৫

ফুটবল

ইনজুরির কারণে শেষ মুহূর্তে কাতার যাওয়া হলো না জীবনের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
ইনজুরির কারণে শেষ মুহূর্তে কাতার যাওয়া হলো না জীবনের

ইনজুরির কারণে শেষ পর্যন্ত কাতারের বিপক্ষে দল থেকে ছিটকে গিয়েছেন স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন। নেপালের বিপক্ষে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি।

যার ফলে দলের সঙ্গে আর কাতার যাওয়া হয়নি তার।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জীবন। তার স্ক্যানের রিপোর্ট বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাফুফের হাতে এসে পৌঁছায়। ফলে আর দলের সঙ্গে কাতার যাওয়ার বিমান ধরা হয়নি তার।

জীবন বলেন, ‘এই অবস্থায় তো আমি যেতে পারি না। খেলার সম্ভাবনা বেশি থাকলে যেতাম। দল অনুশীলন করবে কিন্তু আমি বসে থাকব। এটা আমার ভালো লাগবে না। তাই আর যাইনি। তবে এভাবে শেষ সময় দল থেকে বিচ্ছিন্ন হয়ে ভীষণ খারাপ লাগছে। ’

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।