ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

ফুটবল

আবারও ছিটকে গেলেন রামোস

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
আবারও ছিটকে গেলেন রামোস চোট নিয়ে মাঠ ছাড়ছেন রামোস

তিন ম্যাচের জন্য ছিটকে গেছেন সার্জিও রামোস। দু’টি লা লিগা এবং একটি চ্যাম্পিয়নস লিগ ম্যাচে স্প্যানিশ ডিফেন্ডারকে পাবে না রিয়াল মাদ্রিদ।

 

পরীক্ষার পর জানা গেছে, ডান হ্যামস্ট্রিংয়ের পেশিতে চোট পেয়েছেন রামোস। বুধবার (১৮ নভেম্বর) উয়েফা নেশনস লিগে জার্মানিকে ৬-০ গোলে বিধ্বস্ত করা ম্যাচে এই চোট পান রিয়াল অধিনায়ক। চোটের কারণে ৩৪ বছর বয়সী তারকাকে ১০ থেকে ২ সপ্তাহ পযর্ন্ত  বিশ্রামে থাকতে হবে।  

চলতি মৌসুমে এমনিতে রক্ষণভাগে ভুগছে জিনেদিন জিদানের দল। তার মধ্যে দলনেতাকে না পাওয়াটা লস ব্লাঙ্কোসদের জন্য আর বেশি কঠিন হয়ে দাঁড়াবে।  

শনিবার (২১ নভেম্বর) লা লিগায় ভিয়ারিয়ালের মুখোমুখি হবে রিয়াল। এরপর ২৫ নভেম্বর চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের মুখোমুখি হতে ইতালি সফরে যাবে তারা। ২৮ নভেম্বর লা লিগায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আলভেসকে আতিথেয়তা দেবে চ্যাম্পিয়নরা। এই তিন ম্যাচে তাদের মাঠে নামতে হবে রামোসকে ছাড়া।

চলতি বছরে রিয়াল অধিনায়কের এটি তৃতীয় চোট। জানুয়ারিতে গোড়ালিতে চোট পেয়ে চার ম্যাচ মাঠের বাইরে ছিলেন তিনি। হাঁটুতে চোট পাওয়ায় গত মাসে শাখতার দোনেৎস্কের বিপক্ষে খেলতে পারেননি রামোস। সেই ম্যাচে হারে রিয়াল। একই চোটে কাদিজের বিপক্ষে ম্যাচেও বেঞ্চ গরম করতে হয় তাকে।  

বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।