ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

নিউক্যাসেলকে হারিয়ে শীর্ষস্থানে চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২০
নিউক্যাসেলকে হারিয়ে শীর্ষস্থানে চেলসি

নিউক্যাসেল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থানে উঠে এসেছে চেলসি। এনিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ জয় তুলে নিল ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যরা।

শনিবার নিউক্যাসেলের মাঠে ম্যাচের শুরুতেই প্রতিপক্ষের ভুলে এগিয়ে যায় চেলসি। খেলার ১০ মিনিটে ফেদেরিকো ফার্নান্দেসের আত্মঘাতি গোলে লিড পায় ব্লুজরা। পরে দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে ট্যামি আব্রাহারের গোলে জয় নিশ্চিত করে সফরকারীরা।

লিগে ৯ ম্যাচে ৫ জয় ৩ ড্র ও এক হারে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি। দ্বিতীয়স্থানে থাকা লেস্টার সিটি এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে নিচে নেমে গেল।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।