ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফুটবল

গোল করে পিএসজির চাপ কমালেন নেইমার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
গোল করে পিএসজির চাপ কমালেন নেইমার নেইমারের গোল উদযাপন

হারলে নকআউট পর্বে যাওয়াটা কঠিন হয়ে যেতো প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি)। তবে ফরাসি চ্যাম্পিয়নদের চাপ কমিয়ে দিয়েছেন নেইমার।

 

ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে জার্মান ক্লাব লাইপজিগের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে পিএসজিকে ১-০ ব্যবধানের জয় এনে দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।  

ম্যাচের শুরুতে আনহেল দি মারিয়া ফাউলের শিকার হলে পেনাল্টি পায় পিএসজি । ১১তম মিনিটে স্পট-কিক থেকে গোল করতে ভুল করেননি নেইমার। প্রতিযোগিতায় ৬ ম্যাচে এটি প্রথম গোল ব্রাজিলিয়ান তারকার।  

এরপর অবশ্য ম্যাচে ফিরতে চেষ্টার কমতি ছিল না লাইপজিগের। তবে ফিনিশিংয়ের অভাবে সমতায় ফিরতে পারেনি হুলিয়ান নাগেলসমানের শিষ্যরা।  বাকি সময় এই ব্যবধান ধরে রেখে ৩ পয়েন্ট আদায় করে নেয় টমাস টুখেলের দল।  

এই জয়ে চ্যাম্পিয়নস লিগের ‘এইচ’ গ্রুপে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ওঠে এসেছে পিএসজি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিনে নেমে গেছে লাইপজিগ।  

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।