ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফুটবল

রোনালদো-মোরাতার গোলে নকআউট পর্বে জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
রোনালদো-মোরাতার গোলে নকআউট পর্বে জুভেন্টাস সতীর্থদের সঙ্গে রোনালদোর গোল উদযাপন

শেষ মুহূর্তে আলভারো মোরাতার গোলে পয়েন্ট ভাগাভাগি থেকে বেঁচেছে জুভেন্টাস। পিছিয়ে পড়েও ফেরেঙ্কভারোসের বিপক্ষে ২-১ ব্যবধানের জয় নিয়ে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব নিশ্চিত করেছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।

 

নিজেদের মাঠ তুরিনে শুরুতে পিছিয়ে পড়ে জুভেন্টাস। ১৯তম মিনিটে মির্তো উজুনির গোলে এগিয়ে যায় ফেরেঙ্কভারোস। তবে প্রথমার্ধেই তুরিনের বুড়িদের সমতায় ফেরান ক্রিস্টিয়ানো রোনালদো। ৩৫তম মিনিটে ২০ গজ দূর থেকে বাঁ-পায়ের শট নেন পর্তুগিজ উইঙ্গার। ক্যারিয়ারে সিআর সেভেনের এটি ৭৪৯তম গোল।  

এরপর দ্বিতীয়ার্ধে ছড়ি ঘুরায় আন্দ্রে পিরলোর দল। কিন্তু কোনোভাবেই তারা সুবিধা করতে পারছিল না হাঙ্গেরিয়ান চ্যাম্পিয়নদের রক্ষণভাগে। অবশেষে অতিরিক্ত দ্বিতীয় মিনিটে জয়সূচক গোল পায় জুভরা। মোরাতার হেড ফেরেঙ্কভারোস গোলরক্ষক দেনাস দিবুসুজের পায়ের ফাঁক গলে ঢুকে যায় জালে।  

এই জয়ে বার্সেলোনার পেছনে থেকে নকআউট পর্ব নিশ্চিত করলো জুভেন্টাস। ৪ ম্যাচে তাদের পয়েন্ট ৯।  

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।