ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

ফুটবল

পরিবারের সদস্যকে ছুরিকাঘাত করে গ্রেফতার ডাচ ফুটবলার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
পরিবারের সদস্যকে ছুরিকাঘাত করে গ্রেফতার ডাচ ফুটবলার

রাজধানী আমস্টারডামের নিকটে পরিবারের এক সদস্যকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে আয়াক্স ফুটবলার কুইন্সি প্রমেস। এ বছরের জুনে পারিবারিক এক অনুষ্ঠানে এমন লাঞ্ছনার ঘটনাকে কেন্দ্র করে ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ডকে রোববার সকালে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে যায়।

ডাচ গণমাধ্যম দি টেলিগ্রাফ জানায়, পরিবারের একজনকে আঘাত করার অভিযোগে প্রমেসকে গ্রেফতার করা হয়েছে।

রোববার প্রমেসের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ মুখপাত্র জেলমার গ্রিডস। তিনি বলেন, ‘এক মাস আগে আমরা এই ঘটনা শুনি। এরপরেই আমরা তদন্ত শুরু করি ও আজ সকালে গ্রেফতার করা হয়। ’

আর এই অভিযোগের যদি সত্যতা প্রমাণ হয় তবে নেদারল্যান্ডস জাতীয় দলের তারকা সর্বোচ্চ চার বছরের জন্য জেল খাটবেন। রোববার সন্ধ্যায় ম্যাজিস্ট্রেট প্রমেসের বিচার শুরু করবেন।

সাবেক সেভিয়া ফরোয়ার্ড গত জুনেই নিজ দেশের ক্লাব আয়াক্সে ১৪ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে যোগ দেন। আর ফর্মে থাকা এই তারকা গত শনিবারই পিইসি জোলের বিপক্ষে আয়াক্সের ৪-০ ব্যবধানের জয়ের ম্যাচে একটি গোল করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
এমএমএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।