ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বার্সা থেকে ধারে গেতাফে গেলেন অ্যালেনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
বার্সা থেকে ধারে গেতাফে গেলেন অ্যালেনা

২০২০-২১ মৌসুম স্প্যানিশ ক্লাব গেতাফে’তে খেলবেন কার্লেস অ্যালেনা। বার্সেলোনার এই ফুটবলার ৬ মাসের জন্য ধারে সেখানে পাড়ি দিলেন।

এ ব্যাপারে বার্সা কোচ রোনাল্ড কোম্যান জানান, ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার মৌসুম শুরু করেছিল। তবে সে খুব বেশি সময় খেলার সুযোগ পাচ্ছে না। কিন্তু এই কাতালান এখানে থাকতে চায় ও জায়গা পেতে লড়াই চালিয়ে যেতে চায়। তবে তার উন্নতির জন্য তাকে ধারে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

এর আগে গত মৌসুমে রিয়াল বেতিসে ধারে খেলেছিলেন অ্যালেনা। তবে সেসময় তাকে গেতাফেও চেয়েছিল।

গেফাতে’তে অ্যালেনা তার সাবেক লা মাসিয়া সতীর্থ মার্ক কুকুরেল্লারকে পাবেন। যিনি সেখানে বেশ সফলতার সঙ্গেই খেলছেন।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।