ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

ফুটবল

করোনায় আক্রান্ত জুভেন্টাসের ডি লিট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
করোনায় আক্রান্ত জুভেন্টাসের ডি লিট মাথ্যিস ডি লিট

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন জুভেন্টাসের ডাচ ডিফেন্ডার মাথ্যিস ডি লিট। এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে তুরিনের বুড়িরা।

কাঁধের ইনজুরির কারণে সাবেক আয়াক্স সেন্টার-ব্যাক ২০২০/২১ মৌসুমে ইতোমধ্যে ৮ ম্যাচ মাঠে নামতে পারেননি। এবার কোভিড-১৯ পজিটিভ হওয়ায় রোববার (১০ জানুয়ারি) সিরি’আ লিগে সাসৌলোর বিপক্ষে ম্যাচেও মাঠের বাইরে থাকতে হবে ডি লিটকে।

নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ইতালিয়ান চ্যাম্পিয়নরা জানায়, ‘জুভেন্টাস ফুটবল ক্লাব জানাচ্ছে যে, নিয়ম অনুসারে পরীক্ষার পর মাথ্যিস ডি লিট কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। তিনি ইতোমধ্যে নিজেকে আইসোলেশনে রেখেছেন। ’ 

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।